Wednesday, July 24, 2013

মুক্তিযোদ্ধার মন

www.notundesh.com

২য় বর্ষ সংখ্যা ১৫, নভেম্বর ১০, ২০১০ ।
মুক্তিযোদ্ধার মন
মো. রহমত উল্লাহ্

(১)
মরন নামক অস্ত্র দিয়ে
মনের বলে পাক হটালাম
বিশ্ব অবাক করে দিয়ে
জয় পতাকা ছিনিয়ে নিলাম।
(২)
পাকসেনারা হটলে পরে
স্বসেনাদের শাসন পেলাম
স্বৈরাচারির যাঁতা কলে
বারে বারে পিষ্ট হলাম!
এজন্য কি যুদ্ধে গেলাম?

যাঁর ডাকে দেশ স্বাধীন হলো
তাঁর বুকেতেই বুলেট খেলাম
খুনের বিচার চাইতে মানা
এ বে-আইনি আইন পেলাম!
এজন্য কি যুদ্ধে গেলাম?

যুগে যুগে লড়াই করে
‘বীরবাঙালি’ খেতাব পেলাম
সেই খেতাবের পাতায় আবার
কালো কালির লেপন পেলাম!
এজন্য কি যুদ্ধে গেলাম?

‘জয় কথাটা পরের কথা’(?)
এমন বুলি শুনতে পেলাম
‘জিন্দা...’ নামক থুথুটাকে
মুখে নিতে বাধ্য হলাম!
এজন্য কি যুদ্ধে গেলাম?
ঐক্যটা যেই ভেঙ্গে গেলো
নিজেই নিজের শত্র“ হলাম
এত ত্যাগের বিনিময়ে
নৈরাজ্য ভর রাজ্য পেলাম!
এজন্য কি যুদ্ধে গেলাম?
এজন্য কি যুদ্ধে গেলাম?... //


2 comments: