Saturday, August 24, 2013

জাতি গঠনে যোগ্য শিক্ষক



শনিবার | ২৪ আগস্ট ২০১৩ | ভাদ্র ১৪২০ | ১৬ শাওয়াল ১৪৩৪
Top of Form
জাতি গঠনে যোগ্য শিক্ষক
মো. রহমত উল্লাহ

শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি সুশিক্ষিত সে জাতি তত বেশি সুগঠিত, শক্তিশালী অগ্রগামী। সুশিক্ষিত জাতি গঠনের পূর্বশর্ত হচ্ছে সুযোগ্য শিক্ষক। সুযোগ্য শিক্ষক ব্যতীত সুশিক্ষিত নাগরিক তৈরি সম্ভব নয়। কিন্তু আমরা এই বাস্তব সত্য কতটা উপলব্ধি করতে পারছি, যেখানে আমাদের অধিকাংশ শিক্ষকের যোগ্যতা দক্ষতার মান বর্তমান বিশ্বের প্রায় সব দেশের তুলনায় অনেক নিচে। দীর্ঘদিন ধরে শিক্ষকদের আর্থিক সুবিধা কম এবং নিয়োগে বিভিন্ন কোটা সংরক্ষণসহ ব্যাপক অনিয়মই এর প্রধান কারণ। সুযোগ্য শিক্ষক সুশিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে পারিনি বলেই আমরা তৈরি করতে পারিনি সুযোগ্য নাগরিক-কর্মী এবং নিশ্চিত করতে পারিনি দেশ জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি তথা সুখ-শান্তি।

জাতি গঠনে যোগ্য শিক্ষক



শনিবার | ২৪ আগস্ট ২০১৩ | ভাদ্র ১৪২০ | ১৬ শাওয়াল ১৪৩৪
Top of Form
জাতি গঠনে যোগ্য শিক্ষক
মো. রহমত উল্লাহ

শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি সুশিক্ষিত সে জাতি তত বেশি সুগঠিত, শক্তিশালী অগ্রগামী। সুশিক্ষিত জাতি গঠনের পূর্বশর্ত হচ্ছে সুযোগ্য শিক্ষক। সুযোগ্য শিক্ষক ব্যতীত সুশিক্ষিত নাগরিক তৈরি সম্ভব নয়। কিন্তু আমরা এই বাস্তব সত্য কতটা উপলব্ধি করতে পারছি, যেখানে আমাদের অধিকাংশ শিক্ষকের যোগ্যতা দক্ষতার মান বর্তমান বিশ্বের প্রায় সব দেশের তুলনায় অনেক নিচে। দীর্ঘদিন ধরে শিক্ষকদের আর্থিক সুবিধা কম এবং নিয়োগে বিভিন্ন কোটা সংরক্ষণসহ ব্যাপক অনিয়মই এর প্রধান কারণ। সুযোগ্য শিক্ষক সুশিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে পারিনি বলেই আমরা তৈরি করতে পারিনি সুযোগ্য নাগরিক-কর্মী এবং নিশ্চিত করতে পারিনি দেশ জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি তথা সুখ-শান্তি।

Monday, August 19, 2013

সজীব ওয়াজেদ জয়কে বলছি



সোমবার, ১৯ আগস্ট ২০১৩
সজীব ওয়াজেদ জয়কে বলছি
মো. রহমত উল্লাহ্
এতোদিন আপনি বিদেশে ছিলেন লেখাপড়া করেছেন বাবার মতোই ভালো ছাত্র ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে এমএ পাশ করেছেন [বাবার মতো পিএইচ ডি ডিগ্রিও লাভ করবেন আশাকরি] তদুপরি আইটি বিশেষজ্ঞ হয়ে আমেরিকায় কর্মরত ছিলেন আপনাকে নিয়ে বাংলাদেশে তেমন কোনো আলোচনা ছিল না বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বলেই আপনাকে নিয়ে এখন শুরু হয়েছে অনেক আলোচনা সমালোচনা