Saturday, August 3, 2013

পদ্মা সেতু নির্মাণ আমাদের জাতীয় চ্যালেঞ্জ

 
রোববার জুলাই ১৫ ২০১২ আষাঢ় ৩০ ১৪১৯ বঙ্গাব্দ 

পদ্মা সেতু নির্মাণ আমাদের জাতীয় চ্যালেঞ্জ
একটিমাত্র হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হবে সব টাকা নিশ্চিত করতে হবে স্বদেশী পণ্যের ব্যবহার কাজটি সম্পাদনের দায়িত্ব দিতে হবে সামরিক বাহিনীকে এবং তদারকির দায়িত্ব নিতে হবে আপনাকেই আর যাই হোক ক্ষেত্রে এতটুকু নির্ভর করা যাবে না আপনজনের ওপরেও এটি হচ্ছে আমাদের বড় কোনো আর্থিক কর্মে নিজ উদ্যোগের অগি্নপরীক্ষা এর সফলতা ব্যর্থতার ওপরই নির্ভর করবে আমাদের পরবর্তী উদ্যোগের আগ্রহ এবং অনাগ্রহ সেইসাথে আপনার আপনার দলের চিরস্থায়ী পুরস্কার অথবা ধিক্কার তাই ব্যর্থ হওয়া চলবে না কোনো অবস্থাতেই যেভাবেই হোক সুনিশ্চিত করতে হবে এই বিজয়
মো. রহমত উল্লাহ্

আমরা বাংলাদেশের বাঙালিরা বায়ান্ন এবং একাত্তরে যে শক্তি, সাহস, ঐক্য আত্মবিশ্বাস নিয়ে অস্ত্র এবং ট্রেনিং ছাড়া কেবল মনের বলে যুদ্ধ করে জয়ী হয়েছিলাম তার সবকিছুই যেন খুন হয়ে গিয়েছিল সেই মহানায়কের প্রয়াণের সাথে সাথে দুর্বল নেতৃত্বের কারণে আমরা হারিয়েছি সেই বজ্রকঠিন ঐক্য, অসীম শক্তি, বুকের সৎসাহস এবং আত্মবিশ্বাস আমরা নিজেরা যেন আর কিছুই পারি না, পারছি না, পারব না এমন ভাবতে ভাবতে অত্যন্ত দুর্বল দরিদ্র হয়ে পড়ছে আমাদের দেহ-মন সেইসাথে যেন ভোঁতা হয়ে গেছে বা যাচ্ছে আমাদের হাজার বছরের আত্মসম্মানবোধ পরনির্ভরশীলতা জেঁকে বসেছে আমাদের সর্বত্র এমনিভাবে পাল্টে যাচ্ছে আমাদের পরিচয় দিনে দিনে হয়ে যাচ্ছি ভিক্ষুক জাতি নিজেদের অজান্তেই ভুলতে বসেছি যে 'বীর বাঙালি' আমাদের জাতীয় পরিচয় এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে আমরা বড় কিছু করার জন্য চিন্তা এবং চেষ্টা করতেও আজ ভয় পাই সম্প্রতি একটি সাহসী সিদ্ধান্ত ঘোষণা করে আমাদের জাগিয়ে তুলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর অপরাভব রক্তের অপরিসীম সাহসের সামান্য ছিটেফোঁটার এটি একটি বহিঃপ্রকাশ তিনি বলেছেন, আমরা নিজেরাই আমাদের পদ্মা সেতু করব প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ আমাদের আত্মসম্মানবোধটাকে নতুন করে জাগ্রত করার জন্য অবশ্যই আমরা তা পারব আগেই বলেছি যে আমরা ঐক্যবদ্ধ হলে সবকিছুই পারি ১৬ কোটি মানুষের হাত একসাথে হলে এমন একটি নয়-দশটি বড় কাজ আমরা করতে পারব এবং আমাদের প্রয়োজনেই তা করতে হবে সমগ্র বিশ্ববাসীকে দেখাতে হবে আমরাও পারি কোনো টাকা না দিয়েই দুর্নীতির অভিযোগ তুলে ঋণের ফাঁস না দেয়ার কারণে বিশ্বব্যাংককে অনেকেই অনেক কথা বলছেন আমি ধন্যবাদ জানাই বিশ্বব্যাংককে তারা ঋণ প্রদান বন্ধ না করলে হয়তো এখনই আমরা এমন একটা সাহসী সিদ্ধান্ত নিতে পারতাম না আমাদের চেতনা পুনঃজাগ্রত হতো না এত সহসা কেউ তো আর বিনা লাভে আসে না টাকা দিতে হাজারো শর্তের বেড়াজালে বন্দি করে তবেই না বিনিয়োগ করে শতটাকা সুদ বা লাভের হার কম মনে হলেও বিদেশিরা প্রদত্ত ঋণের মাত্র অর্ধেকের মতো টাকা বিনিয়োগ করে প্রকল্পে আর বাকি টাকা বেতন/ফি হিসেবে নিয়ে নেয় তাদের নিয়োগকৃত কর্মকর্তারাই অথচ আমাদের যুগযুগ ধরে পরিশোধ করতে হয় পুরো টাকা এবং পুরো টাকার সুদ ফলে বাস্তবে সুদের হার দাঁড়ায় দ্বিগুণ অন্যান্য শর্ত তো থাকবেই আমরা এবং আমাদের উত্তরাধিকারিরা আর কতকাল এসব ঋণের ফাঁসিতে ঝুলব? সবদিক বিবেচনা করেই বিশ্বের অনেক দেশ আজ আর নিতে চায় না বৈদেশিক ঋণ আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া এর জ্বলন্ত উদাহরণ নিজের পায়ে ভর দিয়ে একটু একটু করে বসা দাঁড়ানোর চেষ্টা করতে করতে বিশ্বদরবারে তাদের শির আজ অনেক উন্নত এবার আমরা একটু সাহস করি একটু চেষ্টা করি আগে দেখি তো নিজেরা পারি কিনা পারব পদ্মা সেতু প্রকল্পের জন্য যদি বাজারে শেয়ার বা ঋণপত্র ছাড়া হয় তো সহজেই সম্ভব হবে এর জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ শুধু একটা অপসন থাকতে হবে, পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগকৃত অর্থের আয়ের উৎস জানতে চাওয়া হবে না এবং কোনো জরিমানা/ট্যাক্স/অতিরিক্ত ট্যাক্স প্রদান ছাড়াই সব টাকা সাদা হয়ে যাবে এছাড়া এটিকে একটি জাতীয় আন্দোলনে পরিণত করার জন্য সরকার, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রচার মাধ্যমগুলোকে পালন করতে হবে সক্রিয় ভূমিকা মনে রাখতে হবে অমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়নি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মুক্তির জন্য প্রতিনিয়তই আমাদের চালিয়ে যেতে হবে যুদ্ধ পদ্মা সেতু আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য আমাদের ক্ষুধা দারিদ্র্যের হাজারো শৃঙ্খলের অন্তত একটি থেকে মুক্তির জন্যই এখন অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করতে হবে পদ্মা সেতু আর মুক্তির যুদ্ধ করতে হবে নিজেদেরই দেশের প্রতিটি মানুষকে এমনভাবে জাগ্রত করতে হবে যেন সবাই একটা করে হলেও শেয়ার/ঋণপত্র ক্রয় করে এবং অনুদান দিয়ে আবারো প্রমাণ করে, আমরা দেশপ্রেমিক অপরাভব বীর বাঙালি একাত্তরের মতো আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে যদি আবার ঝাঁপিয়ে পড়ি তো জয় আমাদের হবেই তখনো কিছু বিরোধী লোক ছিল, কিছু ভীতু লোক ছিল, কিছু নিন্দুক লোক ছিল, কিছু হাসি তামাশা করার লোক ছিল, আমাদের শক্তি সাহসকে অবজ্ঞা করার লোক ছিল; এখনো তারা আছে, ভবিষ্যতেও তারা থাকবে এদের জন্য তো আর কোনো ভালো কাজ থেমে থাকেনি, থেমে থাকবে না, থেমে থাকতে পারে না আমরা মাটির বাঙালিরা ইংরেজ, মারাঠা, বর্গি, কাবুলিওয়ালা, জমিদার, হানাদার সব হটিয়ে বারবার প্রমাণ করেছি যে সঠিক নেতৃত্ব পেলে অনায়াসেই জিততে জানি প্রধানমন্ত্রী আপনি এগিয়ে যান আপনার সঙ্গে আছে এবং থাকবে দেশপ্রেমিক প্রতিটি মানুষ তবে অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাকে এই সেতুর নামে যেন কোনো দুষ্টচক্র হাতিয়ে নিতে না পারে সাধারণ মানুষের টাকা সৎসাহসের সাথে নিজের ফোন নাম্বার এবং -মেইল আইডি প্রকাশ করার পর আপনি এখন দেশের সাধারণ মানুষের অনেক কাছের মানুষ তারা কেবল আপনাকেই বিশ্বাস করে অন্য কাউকেই নয় যা করার একেবারেই নিজের হাতের মুঠোয় রেখে করতে হবে একটিমাত্র হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হবে সব টাকা নিশ্চিত করতে হবে স্বদেশী পণ্যের ব্যবহার কাজটি সম্পাদনের দায়িত্ব দিতে হবে সামরিক বাহিনীকে এবং তদারকির দায়িত্ব নিতে হবে আপনাকেই আর যাই হোক ক্ষেত্রে এতটুকু নির্ভর করা যাবে না আপনজনের ওপরেও এটি হচ্ছে আমাদের বড় কোনো আর্থিক কর্মে নিজ উদ্যোগের অগি্নপরীক্ষা এর সফলতা ব্যর্থতার ওপরই নির্ভর করবে আমাদের পরবর্তী উদ্যোগের আগ্রহ এবং অনাগ্রহ সেইসাথে আপনার আপনার দলের চিরস্থায়ী পুরস্কার অথবা ধিক্কার তাই ব্যর্থ হওয়া চলবে না কোনো অবস্থাতেই যেভাবেই হোক সুনিশ্চিত করতে হবে এই বিজয় মো. রহমত উল্লাহ্: অধ্যক্ষ, কিশলয় বালিকা বিদ্যালয় কলেজ, মোহাম্মদপুর, ঢাকা সফ.ৎধযধসড়ঃঁষষধয৫২@মসধরষ.পড়স

( লেখাটি পড়া হয়েছে ৬৮৫ বার )
details&archiev=yes&arch_date=15-7-2012&type=single&pub_no=187&cat_id=1&menu_id=23&news_type_id=1&index=1 




No comments:

Post a Comment