Monday, August 19, 2013

সজীব ওয়াজেদ জয়কে বলছি



সোমবার, ১৯ আগস্ট ২০১৩
সজীব ওয়াজেদ জয়কে বলছি
মো. রহমত উল্লাহ্
এতোদিন আপনি বিদেশে ছিলেন লেখাপড়া করেছেন বাবার মতোই ভালো ছাত্র ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে এমএ পাশ করেছেন [বাবার মতো পিএইচ ডি ডিগ্রিও লাভ করবেন আশাকরি] তদুপরি আইটি বিশেষজ্ঞ হয়ে আমেরিকায় কর্মরত ছিলেন আপনাকে নিয়ে বাংলাদেশে তেমন কোনো আলোচনা ছিল না বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বলেই আপনাকে নিয়ে এখন শুরু হয়েছে অনেক আলোচনা সমালোচনা
এদেশের শ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার নানাভাই, দেশের বিশিষ্ট বিজ্ঞানী . মো. ওয়াজেদ মিয়া আপনার বাবা, এদেশের দুইবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার মা এদশের মাটিতেই ১৯৭১ সালে অপনার জন্ম জন্মসূত্রে আপনি দেশের নাগরিক দেশের মাটিতেই রয়েছে আপনার সকল পূর্বপুরুষের দেহ-মন এদেশের মাটি মানুষের সাথে পৈত্রিক মাতৃক সূত্রে আপনার সম্পর্ক অনেক মজবুত সবাই জানে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতের পর বাংলাদেশের রাজনীতিতে যে মারাত্মক কালোছায়া নেমে এসেছিল তাতে দেশে নিয়মিত বসবাস করলে আপনি হয়তো এতোদিন বেঁচে থাকতে পারতেন না বা এতোটা উচ্চ শিক্ষিত হতে পারতেন না তারপরও আপনাকে এখন বলা হচ্ছে বিদেশী সেনাপতি! মাত্র তো শুরু আরো কতো কী যে শুনতে হবে, তা হয়তো আপনি এখন ধারণাই করতে পারবেন না কুপরিকল্পিতভাবে আপনার নামে এতো বেশি মিথ্যা বদনাম রটানো হবে যে, আপনার এই শান্ত-শোভন চেহারা নরম মন-মেজাজ ঠিক রাখাই দূরহ হয়ে পড়বে তাই অতি সহজ করে কয়েটি কথা বলছি কথাগুলো মনে / মেনে নেয়া না নেয়া একান্ত আপনার ব্যাপার হলেও এখন এর সুফল / কুফলের অংশীদার হবে প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগ এবং দ্বিতীয়ত দেশের জনগণ সেজন্যই আমার এসব কথা বলা
দেশের রাজনীতিতে সক্রিয়রা আপনার বর্তমান ক্লিন ইমেজকে ধ্বংস করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবেন তারা আপনাকে তাদের মতোই বাচালে পরিণত করতে চাইবেন বিরোধীরা আপনার আপনার পরিবারের সদস্যদের নামে বারবার সত্য / মিথ্যা বলে বলে আপনার মুখ থেকে এর পাল্টা জবাব বের করতে চাইবেন [এখন আপনার স্ত্রীর একটি বাংলা নামও থাকা প্রয়োজন] অপনাকে এমনভাবে উস্কে দিতে চাইবেন যেন, আপনিও তাদের মতো বিরোধীদের নামে সত্য / মিথ্যা বলতে শুরু করেন প্রতিদিন টিভি ক্যামেরার সামনে এসে উগলে দিন একগাদা বক্তব্য অপরের সমালোচনায় পটু বনে যাওয়ার জন্য নিজের দলের লোকেরাও আপনাকে উৎসাহিত করতে পারে আর এতে তারা সফল হতে পারলেই হারিয়ে যাবে আপনার ক্লিন ইমেজ তখই শুরু হবে কুচক্রিদের সফলতা তাই বলছি, কারো সমালোচনায় / কটূকথায় বিগড়ানো চলবে না প্রতিহিংসা বা প্রতিশোধ প্রকাশ তো নয়ই; বরং উচিৎ জবাবটিও দেওয়া চলবে না নিজের মুখে [‘সদা সত্য বলিও, অপ্রয়োজনে অপ্রিয় সত্য বলিও না‘] আপনার বাবার মতোই কম কথা বেশি কাজ হওয়া চাই আপনার প্রধান বৈশিষ্ট্য আপনার নানাভাইয়ের মতোই সৎ, সহসী, প্রতিবাদী হতে হবে আপনাকে অপরের দোষ বলে নয়, নিজের গুন প্রকাশ করে হতে হবে জনপ্রিয় দেশের রাজনীতিতে আনতে হবে গুণগত পরিবর্তন
আমেরিকার মতো উদার গণতান্ত্রিক দেশে বেড়ে উঠার করণে আপনি নিশ্চয়ই অনুভব করবেন আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পরমত সহিষ্ণুতা অনেক বেশি প্রয়োজন দেশে বিদ্যমান রাজনৈতিক দলসমূহের অধিকাংশ সিনিয়র নেতাদের মধ্যে আজ পরমত সহিষ্ণুতার অভাব এতোই তীব্রভাবে প্রকাশিত যে, তাদের দ্বারা রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন আদৌ সম্ভব হবে বলে জনগণ আর বিশ্বাস করে না তারা পরস্পরকে উদ্দেশ্য করে এমনসব আপসহীন কথাবার্তা বারবার বলেছেন যে, এখন আর সমযতার কথা তাদের মুখে মানাবে না বললেও আস্থা পাবে না তাই সাধারণ মানুষ চায় নতুন নেতৃত্ব এসে সমাধান করুক এই মারাত্মক সমস্যার আপনাকে হতে হবে এই কাক্সিক্ষত নেতা আপনার নানাভাই আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় যেমন বলেছিলেন- ‘কেউ যদি ন্যায্য কথা বলে, সে একজন হোক আমরা তার কথাই মেনে নেবো অত্যন্ত সহনশীলতা দক্ষতার সাথে আপনাকে নিরসন করতে হবে নিজের দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব এবং আপনার দলের নেতা-কর্মীদের অতিকথনে প্রকাশিত আক্রোশ, আত্মঅহংকার অপরকে অবমূল্যায়নের করণে অন্যান্য দল, প্রতিষ্ঠান ব্যক্তিবর্গের সাথে সৃষ্ট অরাজনৈতিক দূরত্ব উদাহরণ হিসেবে মাত্র একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠানের নাম বলছি একজন আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ্ আবু সায়ীদ আমার জানামতে তিনি তার বিপুল সংখ্যক পাঠক-সমর্থক সবাই প্রগতিশীল একটি প্রতিষ্ঠান হচ্ছে, গ্রামীণ ব্যাংক যে ব্যাংকের সাথে সম্পৃক্ত এদেশের ৮০ লাখ কর্মমুখী নারী আর যাই হোক, তারা নিজেরা এবং তাদের পরিবারের প্রায় আড়াই কোটি নাগরিক নিরক্ষরতা, কুসংস্কার, বাল্য বিবাহ ধর্মান্ধতার মতো অনেক অভিশাপ থেকে কম / বেশি মুক্ত
সম্প্রতি আপনি বলেছেন, ডিডিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বর্তমান সরকার ৫০% সফল হয়েছে এটি সর্বাংশে সঠিক নয় কারণ কিছু ছোট-বড় প্রাইভেট প্রতিষ্ঠান বেসরকারি প্রচার মাধ্যম অনেকাংশে ডিজিটাল হলেও সরকারি চাকুরেরা ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে জয়বাংলার লোক হিসেবে পরিচয় দিয়ে যারা ভালো ভালো জায়গায় বড় বড় পদে বসে ছিলেন গত পাঁচ বছর; কিছু ব্যতিক্রম ছাড়া তারাও কাজ করেননি সরকারের প্রধান অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে যে কোনো সরকারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ঢুকলেই আপনি দেখতে পাবেন কী দশা! নিয়মিত আপডেট তো দূরের কথা; সেখানে হয়তো পাবেন না সকল কর্মকর্তা-কর্মচারির -মেইল আইডি অথবা পেলেও পাবেন না জনস্বার্থে এটি ব্যবহারের খুব বেশি প্রমাণ ব্যাপারে আরেকদিন লিখবো বিস্তারিত শুধু এটুকু বলি, এখনো সামান্য একটি কাজের জন্য বারবার ধর্না দিতে হয় সরকারি অফিসে সরাসরি সম্পৃক্ত (Direct Stake Holders ) প্রতিষ্ঠানগুলোকেও অধিকাংশ কর্মকর্তার কার্যালয়ে লোক পাঠিয়ে আনতে হয় সরকারি প্রজ্ঞাপনের ফটোকপি এবং পৌঁছে দিতে হয় বিভিন্ন তথ্য চিঠিপত্র সকল প্রয়োজনীয় দলিল / কাগজপত্র জমা দিলেও সকল কাজ হয় না; যতোক্ষণ না দেয়া হয়বাংলাদেশ ব্যাংক লেখা বিভিন্ন মূল্য মানের লাল নীল কাগজ! রেজিস্ট্রি করার পরও জমির দলিল পেতে লাগে প্রায় এক বৎসর অবস্থা থেকে মানুষ পরিত্রাণ চায় কেউ স্বীকার করুক বা না করুক এখন সচেতন মানুষ এটি বোঝতে পারে যে, দেশের সকল ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব হলে সর্বত্র সচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতি হ্রাস পাবে আপনি সহজ করে বলুন, কীভাবে তা পারবেন? জাতির সামনে তুলে ধরুন বিভিন্ন মন্ত্রণালয়-ভিত্তিক বাস্তব পারিকল্পনা এবং তা বাস্তবায়নের কৌশল সুফল
সামান্য সুখ, শান্তি সচ্ছলতার জন্য বারবার সংগঠিত হয়ে আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছে দেশের লাখলাখ মানুষ এরা যখনই বুঝতে পারবে কীসে তাদের মঙ্গল তখনই এগিয়ে আসবে আবার ফাঁকা বুলিতে পাকা মানুষদের বিকল্প চায় তারা পায় না বলে এই ফাঁকা ময়দানেই ঘুরপাক খায় বারবার তাই আবারো বলছি, ফাঁকা বুলি নয়, বাস্তব পারিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে আপনাকে সুস্পষ্ট বিশ্বাসযোগ্য করে বলতে হবে কতোদিনে কীভাবে আপনি নিশ্চিত করতে পারবেন দেশের সকল সাধারণ মানুষের কতোটুকু উন্নত জীবন-যাপন আইটি বিশেষজ্ঞ হিসেবে আপনি বর্তমান এই প্রযুক্তি-নির্ভর উন্নত বিশ্বের অগ্রবর্তী সৈনিক দেশের মেধাবী, পরিশ্রমী প্রযুক্তিপ্রেমী কোটি কোটি মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম আজ অগ্রগতির নতুন পথের সন্ধানে উন্মুখ তারা কথা চায় না; সুশিক্ষার সুযোগ চায়, শুভ কাজ চায়, কাজের মূল্য চায়, সচ্ছল আত্মনির্ভর হতে চায় তারা এমন বাংলাদেশ চায়, যেখানে বসে কাজ করা য়ায় ইউরোপ আমেরিকায় বৈধ পথেই করা যায় কাক্সিক্ষত আয় পাওয়া যায় যোগ্যতা, দক্ষতা, সততা শ্রমের সঠিক মূল্যায়ন আপনি খোলামেলা বলুন কীভাবে পূর্ণ করবেন তাদের এই প্রত্যাশা যার দ্বারা নিশ্চিত হবে দেশ জাতির বাস্তব উন্নতি কে কী মন্দ কাজ করেছে এবং ভালো কাজ করে নাই, তা আপনার বলার প্রয়োজন নাই বরং দেশের উন্নয়নে আপনারা কী কী ভালো কাজ করেছেন এবং করবেন কেবল তা আপনি বলুন
রাজনীতি যদি করেন তো করতে হবে ভালোভাবেই দেশ দেশের মানুষকে ভালোবেসে উৎসর্গ করতে হবে নিজের জীবন সোহেল তাজের মতো পালিয়ে গেলে চলবে না হাজার প্রতিকূলতা মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে আপনার নানাভাইয়ের মতো শুধু এমপি / মন্ত্রী হলেই চলবে না অর্জন করতে হবে সমগ্র দেশটাকে ভালোভাবে পরিচালনা করার সকল যোগ্যতা লোক প্রশাসনে এম পাশ করেছেন বিধায় আপনি নিশ্চয়ই জানেন একজন ভালো নেতার কী কী যোগ্যতা গুণাবলী থাকা আবশ্যক
মো. রহমত উল্লাহ্: শিক্ষাবিদ, কলামিস্ট

1 comment:

  1. ভাল উপদেশ। কিন্তু যার জন্য লিখা সে পড়বে?

    ReplyDelete