Wednesday, July 31, 2013

গণপ্রতিরোধের কোনো বিকল্প নেই!


 

সোমবার, মার্চ ১১, ২০১৩ : ফাল্গুন ২৭, ১৪১৯ বঙ্গাব
সম্পাদকীয় উপ-সম্পাদকীয়>মুক্তকথা
গণপ্রতিরোধের কোনো বিকল্প নেই!
 মো. রহমত উল্লাহ্
[এলাকার মানুষও তো এই বিপদের দিনে কাছে পাচ্ছে না বড় বড় নেতাদের! অনেককেই দেখা যাচ্ছে, ঢাকায় বসে শুধু সংবাদ সম্মেলন আর টিভি টকশো করছেন! সংসদ এখন মুলতবি থাকলে কি এসব সহিংসতা তা-বের চেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের? সংসদ সদস্যরা এলাকায় থাকলে তো তাদের সাধারণ কর্মী-সমর্থক এবং সংখ্যালঘুরা এত ক্ষতির শিকার হতো না। এলাকায় গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কাজে লাগিয়ে গণপ্রতিরোধ কমিটি করে মানুষের জানমাল রক্ষার চেষ্টা করা এখন নেতাদের প্রধান দায়িত্ব নয় কি?]

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন-ভাতা

শুক্রবার ১৫ জুলাই ২০১১ ৩১ আষাঢ়১৪১৮ ১২ সাবান ১৪৩২ বছর ০৬ সংখ্যা ৩৯৩
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন-ভাতা
মো. রহমত উল্লাহ্ 
[ দীর্ঘদিন পর শিক্ষাক্ষেত্রে যতটুকু অনুকূল পরিবেশ তৈরি করতে পেরেছেন
বর্তমান শিক্ষামন্ত্রী, তাতে অনেক বেড়েছে শিক্ষকদের আশা বিশ্বাস তিনি বারবার বলছেন, নতুন শিক্ষানীতি বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষকদের সহায়ক ভূমিকা তিনি বোঝাতে সক্ষম হয়েছেন যে, শিক্ষকদের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল আন্তরিক আশা করি আমরা শিগগিরই বাস্তবে দেখতে পাব তার আন্তরিকতার প্রমাণ দূর হবে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের কষ্ট ]

বিসর্গের দুঃখ


বৃহস্পতিবার ৩০ মার্চ ২০১২. 
বিসর্গের দুঃখ
অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তব যে, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নামফলকে, চিঠি-পত্রে, টেলিভিশনে এমনকি অনেক প্রকাশিত বই-পত্র-পত্রিকায় এমনি ভুলভাবে বিসর্গের অহরহ অপপ্রয়োগ দীর্ঘদিন দেখতে দেখতে এখন নতুন প্রজন্মসহ আমরা অনেকেই মনে করি তা- সঠিক। এমনকি আমাদের অধিকাংশ শিক্ষিত মানুষের নামও শিক্ষা সনদে লেখা হচ্ছে () বিসর্গ দিয়ে। যেমন: মো. , মোসা. , মি. এর স্থলে লেখা হচ্ছে মোঃ , মোসাঃ , মিঃ , ইত্যাদি। আজীবন এই ভুল বয়ে বেড়াচ্ছি সবাই। অথচ শিক্ষাবোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু সচেতন হলেই বন্ধ করা যায় এই চলমান ভুল।
মো. রহমত উল্লাহ্ 

গৃহপালিত বুদ্ধিজীবি।


http://www.manobcinta.com/images/z-system/manobcinta.png

www.manobcinta.com
মঙ্গলবার, 28 মে 2013 17:51 | প্রকাশের তারিখ | মুদ্রণ| ইমেইল| হিটস: 2

মো. রহমত উল্লাহ্

আছে অনেক বুদ্ধিজীবি
উচিৎ কথা বলে না
দলের রাস্তা ছেড়ে তারা
এক কদমও চলে না!

Tuesday, July 30, 2013

চাই সুশিক্ষা লাভের স্বাধীনতার নিশ্চয়তা


www.notundesh.com
২য় বর্ষ সংখ্যা ২৩, জানুয়ারী ০৫, ২০১১ বুধবার 

চাই সুশিক্ষা লাভের স্বাধীনতার নিশ্চয়তা  

মো. রহমত উল্লাহ্

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার থেকে যুগ যুগ বঞ্চিত হয়েছেন আমাদের পূর্বসূরিরা। সুশিক্ষার অধিকার আদায়ের জন্য অনেক আন্দেলন-সংগ্রাম করেছি আমরা ১৯৫২ এর ভাষা আন্দোলন এবং ১৯৬২ এর শিক্ষা আন্দেলনে পাকিস্তানি পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছে আমাদের।

সুশিক্ষায় প্রেষণা বনাম শাসন-বারণ

www.ittefaq.com.bd
ঢাকা, শুক্রবার, ১৭ অগাষ্টu- ২০১২, ভাদ্র ১৪১৯
হোমarrow_menu সম্পাদকীয়arrow_menu সুশিক্ষায় প্রেষণা বনাম শাসন-বারণ
মো. রহমত উল্লাহ্  
সন্তানের ভালো-মন্দ নিয়ে মায়েদের দুশ্চিন্তা যেন চিরন্তন। মানব সন্তানের মানুষ হয়ে উঠার ক্ষেত্রে প্রথমত মা-বাবার এবং দ্বিতীয়ত শিক্ষকগণের ভূমিকাই মুখ্য। বিশেষ করে মায়েরা হচ্ছেন সন্তানের সর্বপ্রথম সার্বক্ষণিক শিক্ষক। নেপোলিয়ন যথার্থই বলেছেন- আমাকে শ্রেষ্ঠ মা দাও আমি শ্রেষ্ঠ জাতি দিবো। কেননা মায়ের অজান্তেও সন্তান আত্মস্থ করে মায়ের অনেক গুণাগুণ (দোষ-গুণ)

ব্যর্থ রাজনীতির উপহার তত্ত্বাবধায়ক সরকার।



দৈনিক মানবচিন্তা

মুক্তচিন্তা

ব্যর্থ রাজনীতির উপহার তত্ত্বাবধায়ক সরকার।

শনিবার, 04 মে 2013 20:10 | প্রকাশের তারিখ | হিটস: 17

মো. রহমত উল্লাহ্
অনেকেই বলে থাকেন, বর্তমান মহাজোট সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না করতো তাহলে বিরোধী জোটের আন্দোলন এত সহিংস রূপ নিতো না বা নিতে পারতো না। যারা এই বক্তব্য দিচ্ছেন তারা কি নিশ্চিত করে বলতে পারেন যেআজকে বি.এন.পি. নেতৃত্তাধীন জোট যদি আওয়ামিলীগ নেতৃত্তাধীন জোটের মতো নিরঙ্কুষ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকতো তাহলে তারাও